ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারে দুর্ধর্ষ ডাকাতি


স্টাফ রিপোর্টার:
ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারে এক দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে গতকাল ১৩ অক্টোবর রাতে সার কারখানার প্রধান গেইট সংলগ্ন বাজারের ২ জন পাহারাদারদের বেঁধে মুখোশ পরা সশস্ত্র ৬/৭ ডাকাত বিসমিল্লাহ জুয়েলার্স থেকে  ৪ ভরি স্বর্র্ণ, ১৩৫ ভরি রুপা এবং এক বাক্স উন্নতমানের পাথরসহ আংটি, একটি গ্যাস মেশিন, একটি দামি মোবাইলসহ প্রায় সড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়
স্বর্ণ দোকানের মালিক মোহাম্মদ হাশেম জানান, ডাকাতরা পালিয়ে যাবার পর ঘটনাস্থলে পুলিশ আসেপুলিশ ফাঁড়ি সংলগ্ন এই বাজারে ডাকাতি সংঘটিত হওয়ায় জনমনে বিস্ময় বিরাজ করছেএ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানডাকাতরা সোনার দোকানের পাশের দোকান মেট্রো টেইলার্সর তালা ভেঙ্গে ঢুকার চেষ্টা করে ব্যর্থ হয়
এ ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বোরহান উদ্দীন জানান, সারকারখানা এলাকায় যথেষ্ট নিরাপত্তা থাকা সত্বেও এ ধরনের ডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্নসমিতির তরফ থেকে এক জরুরী বৈঠক ডাকা হয়
সার কারখানার পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার  করে বলেন, খবর পেয়ে সাথে সাথে তিনি ঘটনাস্থলে যানতবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি
Share on Google Plus

About Fenchuganj Barta (সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন