ফেঞ্চুগঞ্জে ইউপি নিবাচন যে কারনে একটু পেছাতে পারে


হাসান চৌধূরী
বহু প্রতিক্ষিত ফেঞ্চুগঞ্জের ইউনিয়ন পরিষদ নিবাচন শেষ মুহুতে এসেও কিছুটা বিলম্বে অনুষ্টিত হতে পারে। ইতোমধ্যে এই উপজেলার নবগঠিত ২টি ইউনিয়নসহ মোট ৫টি ইউনিয়নের ভোটার লিস্ট ও ৪৫টি কেন্দ্রসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। নিবাচন কমিশন জেলা নিবাচন অফিসকে নিবাচন সম্পন্নের জন্য আদেশও প্রদান করেছে। সেই লক্ষে চলতি সপ্তাহে জেলা প্রশাসকের কাযালয়ে নিবাচন সংশ্লিস্ট সবার উপস্থিতিতে এক বৈঠক অনুষ্টিত হয়। সে বৈঠকে আগামী 23/10/11 থেকে 02/11/11 পযন্ত মনোয়নপত্র জমা এবং 17/11/11 বাছাই, 19/11/11 প্রত্যাহার ও 03/12/11 নিবাচন অনুষ্ঠানের তারিখ নিধারণ করা হয়েছিল। বৈঠক সুত্র জানায় পরে উল্লখিত তারিখে নিবাচন সম্পন্নে চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিলেট জেলা নিবাচন অফিসার শামসুল আলম জানান, সামনে ঈদ, ডিগ্রী পরীক্ষঅ, জেএসসি, বাষিক পরীক্ষা থাকাতে উল্লেখিত তারিখে নিবাচন সম্পন্নে চুড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। তিনি বলেন এ ব্যাপারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের গোড়ার দিকে আবার বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
21/10/11
হাসান চৌধূরী
বহু প্রতিক্ষিত ফেঞ্চুগঞ্জের ইউনিয়ন পরিষদ নিবাচন শেষ মুহুতে এসেও কিছুটা বিলম্বে অনুষ্টিত হতে পারে। ইতোমধ্যে এই উপজেলার নবগঠিত ২টি ইউনিয়নসহ মোট ৫টি ইউনিয়নের ভোটার লিস্ট ও ৪৫টি কেন্দ্রসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। নিবাচন কমিশন জেলা নিবাচন অফিসকে নিবাচন সম্পন্নের জন্য আদেশও প্রদান করেছে। সেই লক্ষে চলতি সপ্তাহে জেলা প্রশাসকের কাযালয়ে নিবাচন সংশ্লিস্ট সবার উপস্থিতিতে এক বৈঠক অনুষ্টিত হয়। সে বৈঠকে আগামী 23/10/11 থেকে 02/11/11 পযন্ত মনোয়নপত্র জমা এবং 17/11/11 বাছাই, 19/11/11 প্রত্যাহার ও 03/12/11 নিবাচন অনুষ্ঠানের তারিখ নিধারণ করা হয়েছিল। বৈঠক সুত্র জানায় পরে উল্লখিত তারিখে নিবাচন সম্পন্নে চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিলেট জেলা নিবাচন অফিসার শামসুল আলম জানান, সামনে ঈদ, ডিগ্রী পরীক্ষঅ, জেএসসি, বাষিক পরীক্ষা থাকাতে উল্লেখিত তারিখে নিবাচন সম্পন্নে চুড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। তিনি বলেন এ ব্যাপারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের গোড়ার দিকে আবার বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Share on Google Plus

About Fenchuganj Barta (সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন