ফেঞ্চুগঞ্জের ৫ ইউনিয়নে নির্বাচন অধীর আগ্রহে ভোটাররা

হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে : ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন শিগগিরই হতে যাচ্ছে। চলতি মাসের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জেলা নির্বাচন অফিসার শামসুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে অনুমতি দেয়া হয়েছে। জেলা নির্বাচনী অফিস নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরপরই এ উপজেলায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। আসন্ন ঈদ ও পরীক্ষাকে সামনে রেখেই বৈঠকে তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩টি ইউনিয়ন থেকে ৫টি ইউনিয়নে উন্নীত করার লক্ষ্যে চলতি বছরের ৭ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। ৫টি ইউনিয়নে রুপান্তরিত হওয়ার ফলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কার্যক্রমের আনুষ্ঠানিকতা বাকি থাকাতে ফেঞ্চুগঞ্জে ইউপি নির্বাচন বিলম্বিত হয়। নবগঠিত ২টি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের বিপরীতে ফেঞ্চুগঞ্জে প্রায় ৩ ডজন চেয়ারম্যান প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরা হলেন- ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিরুল ইসলম মুরাদ (বিএনপি), রাজু আহমদ রাজা (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দীন আহমদ (জাতীয় পার্টি), হাজী বিলাল আহমদ (স্বতন্ত্র), মনোহর আলী (বিএনপি), বর্তমান ইউপি সদস্য শিব্বির আহমদ (আওয়ামী লীগ), সাহিল আহমদ (আওয়ামী লীগ), আবদুল কাদির খান (আওয়ামী লীগ), জয়নাল আবেদীন (আওয়ামী লীগ) ও জয়ফুর রহমান পারভেজ (বিএনপি)। মাইজগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম বাসিত (বিএনপি), সাবেক চেয়ারম্যান ছুফিয়ানুল করীম চৌধুরী (বিএনপি), ইমরান আহমদ চৌধুরী (জামায়াত), জুবেদ আহমদ চৌধুরী (আওয়ামী লীগ), শিব্বির আহমদ মিটু (আওয়ামী লীগ), শাহিন আহমদ চৌধুরী (স্বতন্ত্র)। ঘিলাছড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আফতাব আলী (বিএনপি), লেইছ চৌধুরী (আওয়ামী লীগ), আবদুস সালাম আজাদ (জামায়াত), বিজন কুমার দেবনাথ (আওয়ামী লীগ), নবগঠিত উত্তর কুশিয়ারা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিব (আওয়ামী লীগ), যুক্তরাজ্য প্রবাসী কালাম মতিন লুলু (স্বতন্ত্র), যুক্তরাজ্য প্রবাসী নানু মিয়া (বিএনপি), হান্নান চৌধুরী (বিএনপি), ফখরুল ইসলাম (জামায়াত)। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নুরুল ইসলাম (স্বতন্ত্র), আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন (আওয়ামী লীগ), যুক্তরাজ্য প্রবাসী এমরান উদ্দীন (বিএনপি), ইউপি সদস্য তোতা মিয়া (আওয়ামী লীগ), ফয়সল আজাদ খান (আওয়ামী লীগ), ফয়জুল ইসলাম ককন (স্বতন্ত্র), শহীদুল ইসলাম টিপু সুলতান (আওয়ামী লীগ), সানজিদ আলী (স্বতন্ত্র), সাবেক মেম্বার জিল্লুর রহমান (আওয়ামী লীগ), জয়নাল মিয়া (আওয়ামী লীগ), কয়েছুজ্জামান কয়েস (বিএনপি)। ৫ ইউনিয়নের বেশিরভাগ ভোটারদের সঙ্গে আলাপ করে বোঝা গেছে, আসন্ন নির্বাচনে বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে দলীয় প্রভাব, অর্থের দাপট ইত্যাদি ধোপে টিকবে না। এক্ষেত্রে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তির প্রতি ভোটারদের আকর্ষণ বেশি।
Share on Google Plus

About Fenchuganj Barta (সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন