ছাত্রলীগ কোম্পানীগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

ছাত্রলীগ কোম্পানীগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মেলনের তাগিদ দেয়ার পরও সম্মেলন না করায় মেয়াদ উত্তীর্ণ এ দুই উপজেলা কমিটিকে জেলা ছাত্রলীগের কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাতিল করা হয়। গত বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান ও দপ্তর সম্পাদক এম এ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় কোম্পানীগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের দীর্ঘদিন থেকে কোন সম্মেলন হয়নি। দুই উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে সম্মেলন করার জন্য জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তারিখ নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু নির্ধারিত তারিখ চলে গেলেও তারা সম্মেলন করতে পারেনি। তাই, জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমকে এগিয়ে নিতে এবং কোম্পানীগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে নতুন কমিটি গঠনের জন্য পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় জেলা ছাত্রলীগ মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে কিছু দিনের মধ্যে ত্যাগী ও মেধাবীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ জানান, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২৯ বছরের বেশী বয়সের কেউ ছাত্রলীগে থাকতে পারবেনা। এই দুই উপজেলায় দীর্ঘদিন থেকে সম্মেলন না হওয়ায় নেতৃবৃন্দের অনেকের বয়স ২৯ বছরের উপরে চলছে। তাই এদের দিয়ে ছাত্রলীগ চলে না। তাছাড়া নতুন নেতৃত্ব বেরিয়ে আসার জন্য ত্যাগী ও মেধাবীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করার জন্য এই দুই উপজেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান এবং দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন সহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বলা হয়, দীর্ঘ প্রায় ৯ বছর পর উপজেলা ছাত্রলীগের নয়া কমিটি গঠিত হবে বলে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। অভিনন্দন বার্তায় যথা শিঘ্রই সম্মেলন প্রস্ত্ততি কমিটি গঠন পূর্বক আগামী নভেম্বরের মধ্যে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠান আয়োজনের দাবী জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাবেক সহ সম্পাদক শামসুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা এখলাছ উদ্দিন, আমিনুল ইসলাম হামিম, সফাত উল্লাহ, জামাল উদ্দিন, সাচ্চা মিয়া মোস্তাকিম, মমিনুল ইসলাম ইয়ামিন, সুদীপ রায়, সিংকন বিশ্বাস, দিলোয়ার হোসেন, জুয়েল রানা, আনোয়ার হোসেন, আমজাদ আলী, আতিকুর রহমান সুজন, সুমন আহমদ, ফয়ছল আহমদ, তারেক আহমেদ, সিরাজুল হক, ফারুকুজ্জামান, মিনহাজুল ইসলাম, কামাল হোসেন, কাওছার আহমদ টিটু, কবির হোসেন, হারুনুর রশিদ, বাবুল, রিপন আহমদ, মোঃ শিপন, জুবেল আহমদ জুয়েল, প্রিন্স দেবনাথ, নজরুল ইসলাম প্রমুখ।
Share on Google Plus

About Fenchuganj Barta (সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন