ফেঞ্চুগঞ্জে আইন শৃংখলার বেশি অবনতি


হাসান চৌধুরী:
সিলেটের ফেঞ্চুগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির বেশি অবনতি হয়েছে। একের পর এক চুরি, ডাকাতি,ছিনতাই ও খুনের ঘটনায় এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। গত দেড় মাসে ৪টি ডাকাতির ঘটনায় সকলকে ভাবিয়ে তুলেছে।ডাকাতরা প্রবাসীদের বাড়ি টার্গেট করে কোটি কোটি টাকার মুল্যবান সম্পদ লুট করে নিয়ে যাচেছ। অস্ত্রধারী ডাকাতদলের কাছে সাধারণ মানুষ জিম্মি প্রায় বলা যায়।
গত দুই মাসে ফেঞ্চুগঞ্জে ৪টি ডাকাতির ঘটনায় আক্রান্ত পরিবারেরা কোটি টাকার মালামাল খুইয়েছেন। ২০ আগষ্ট উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর গ্রামের প্রবাসী হাজী আবদুল কাইয়ুমের বাড়ি থেকে সশস্ত্র ডাকাত দল স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষ টাকা লুট করে নেয়। ডাকাতদের অস্ত্রের আঘাতে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন আহত হন। ২৭ আগস্ট পবিত্র শবে ক্বদরের রাতে ফেঞ্চুগঞ্জের শরীফগঞ্জ গ্রামের ব্যবসায়ী আকতার হোসেনের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার নিয়ে যায়। ৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার গয়াসী গ্রামের প্রবাসী কালিকুমার সরকারের বাড়িতে সশ্বস্ত্র ডাকাতরা ঘরে ঢুকে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে যায়ডাকাতদের হামলায় প্রবাসীসহ গ্রামের প্রায় ১০ ব্যক্তি গুলিবিদ্ধ হন গত ১৮ সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে উপজেলার নুরপুর (ফকিরপাড়া) গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আশিক মিয়ার বাড়ীতে একদল সশ্বস্ত্র ডাকাত হানা দিয়ে লুটে নেয় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, ৫০০ পাউন্ড ও দামী মোবাইলসেটযার আনুমানিক মূল্য হবে ১৩ লক্ষ টাকা
এদিকে, গত ১৬ আগষ্ট প্রকাশ্য দিবালোকে সিলেট- ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফোরষ্ট্রোকের গতিরোধ করে একদল ছিনতাইকারী আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের কাছ থেকে ছিনিয়ে নেয় নগদ ৭ লক্ষ টাকাগত ২৮ মে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামে অজ্ঞাতনামাদের হাতে খুন হন ব্যবসায়ী ইউনুস মিয়াগত ৬ মে একই রাতে একই গ্রামের দুটি বাড়ীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেউপজেলার কায়স্থগ্রামের আমেরিকা প্রবাসী হাজী আব্দুস ছত্তারের বাড়ী এবং যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ বজলুর রশীদ সুমনের বাড়ীতে ডাকাতদল হানা দিয়ে লুটে নেয় স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ
ফেঞ্চুগঞ্জে এসব ঘটনায় ডাকাত আতংকে রয়েছেন সাধারণ মানুষকোন কোন গ্রামে এলাকাবাসী রাতের বেলা পাহারা বসিয়েছেনউপজেলার প্রধান প্রধান সড়কে একাধিক পুলিশ টিমের টহল থাকা সত্বেও ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর উপর সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছেমাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বাসিত বলেন, গত এক বছরে আমার ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছেএদের বেশীর ভাগই প্রবাসীদের বাড়ীবিগত আইনশৃঙ্খলা কমিটির সভায় এনিয়ে ব্যাপক আলোচনা হয়েছেডাকাতির পর পর পুলিশ তপর হলেও এক সময় পুলিশের তপরতা ঝিমিয়ে পড়ে
 ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের প্রবাসী পরিবারের সদস্য সেলিম আহমদ দাবি করেন তার পরিবারের সদস্যদের অনেকেই যুক্তরাজ্য প্রবাসী১৯ সেপ্টেম্বর রাত ২টার দিকে ১৪/১৫ জনের একটি ডাকাতদল তার বাড়িতে ঢুকে বন্দুক ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মী করে ২০ ভরি স্বর্ণালংকারসহ ১২ লক্ষাধিক টাকা মুল্যবান জিনিস পত্র নিয়ে যায়এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে কোন ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নেইতবে মৌলভীবাজার- সিলেট আঞ্চলিক মহাসড়কে রাতের বেলা টহল পুলিশকে রোগী বহনকাবী গাড়ী বলে বিভ্রান্ত করা হয়আমরা এখন থেকে চেকপোষ্ট বসিয়ে ব্যবস্থা নেব
Share on Google Plus

About Fenchuganj Barta (সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন