প্রস্তাবিত শাহজালাল সারকারখানার স্থান পরিদর্শন করছেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী


বার্তা প্রতিনিধি:
গত ১ অক্টোবর ফেঞ্চুগঞ্জে প্রস্তাবিত শাহজালাল সারকারখানা স্থাপনের স্থান পরিদর্শন করছেন সিলেট- ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম, বিসিআইসি’র চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে ফেঞ্চুগঞ্জ সারকারখানা গেস্টহাউসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, সরকার বর্তমান সারকারখানাটি চালু রেখে শাহজালাল সারকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফলেই নতুন এই সারকারখানাটি স্থাপন করা সম্ভব হচ্ছে। দৈনিক ১৭৬০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আধুনিক প্রযুক্তির এ সারকারখানা নির্মাণে ইতোমধ্যে চীন সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
Share on Google Plus

About Fenchuganj Barta (সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন