সম্পাদকীয়

সম্প্রীতির সাবর্জনীন উত্সব

দূর্গাপুঁজা বাঙালি হিন্দুর সবচেয়ে বড় বড় ধর্মীয় উত্সব রোববার থেকে শুরু হয়েছে। দূর্গা সবর্ভারতীয় দেবী হলেও দূর্গাপুঁজা বাংলার বাইরে কোথাও এতোটা উত্সবমুখর পরিবেশে উদযাপিত হয় না। ফলে দূর্গাপুঁজা ‍বাঙালি হিন্দুর প্রধান ‍উত্সব হিসেবে নয়, বাঙালি মাত্রেরই উত্সবে পরিণত হয়েছে। শরত কালে নদীর ধারে যখন কাশফুলের সমারোহ; আকাশে যখন পেঁজা তুলোর মতো মেঘ; দিবসের ভগ্নাংশে বৃষ্টির লুকোচুরি; তখন দূর পাড়া গাঁর ঢাকের আওয়াজ বাঙালির বুকে অনিন্দ্য দ্যোতনার সৃষ্টি করে।
বছর ঘুরে আবারো সেই ঢাক বেজে উঠেছে, কুমারপাড়ায় প্রতীমা শিল্পীরা কাজ শেষ করে দেবী প্রতিমা স্থাপন করেছেন মন্ডপে মন্ডপে। যুগ যুগ ধরে যে সম্প্রীতিসিক্ত পরিবেশে এ দেশে দূর্গাপুঁজা পালিত হয়ে আসছে। আমরা আশা করি, কোনোভাবেই যেনো ধর্মীয় উত্সবের শান্তি বিঘ্নিত না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী তত্পর থাকবে। সবাইকে বিজয়ার শুভেচ্ছা।


6 october, 2011